Header Ads

ad728

মোহনীয় ঠোঁটের রহস্য

মুখমণ্ডলের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিতে মোহনীয় একজোড়া ঠোঁটের তুলনা হয় না। মোহময় সে আকর্ষণ অনেকাংশে নির্ভর করে ঠোঁটের রঙের ওপর। কিন্তু সুন্দর আকৃতির ঠোঁটের কালচে রঙের কারণে আপনার অস্বস্তির শেষ নেই। ঠোঁট নিয়ে এমন অস্বতিতে ভুগতে পারেন নারী পুরুষ উভয়েই। অথচ ঠোঁটের কালো রং দূর করার জাদু রয়েছে আপনারই হাতে।শিখে নিন সহজেই ঠোঁটের কালো রং দূর করার ১১ টি উপায়।

মোহনীয় ঠোঁটের রহস্য

*১/ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে।
* ২/ধনেপাতার রস ঠোঁটের কালোভাব দূর করতে খুব বেশি কার্যকরী। তাই নিয়ম করে ঠোঁটে ধনেপাতার রস লাগাত পারেন।
* ৩/একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে নিলে ভালো ফল পাবেন।
* ৪/সকালে দাঁত ব্রাশ করার সময় সাবধানে ঠোঁটও ব্রাশ করতে পারেন। এতে ঠোঁটের মরা কোষ ঝরে যায়।
* ৫/মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে।
* ৬/শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩ থেকে ৪ বার ঠোঁটে লাগান। ঠোঁটের কোনা কালো হয়ে গেলে উপকার পাবেন।
* ৭/প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।
*৮/ রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।
* ৯/ঠোঁটে লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে তার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
*১০/ আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা ছাড়তে হবে সবচেয়ে আগে। যেকোনো ধরনের অ্যালকোহল এড়িয়ে চলুন।
*১১/ খুব বেশি চা বা কফি পানের অভ্যাসও আপনার ঠোঁটের রঙের শত্রুতে পরিণত হতে পারে। তাই সুন্দর ঠোঁট পেতে অভ্যাসকে শিথিল করা জরুরি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.