Header Ads

ad728

ত্বকের যত্নে কমলালেবু




ত্বকের যত্নে কমলালেবু


ত্বকের যত্নে আমরা কতো কিছুই না ব্যবহার করি।বিভিন্ন ভেষজ উপাদান ,দুধ,চন্দন,বিভিন্ন ফল সেই আদিকাল থেকে ত্বকের যত্নে ব্যবহার করা হচ্ছে । ফল দিয়ে রূপচর্চা করলে খুব ভালো উপকারিতা পাই আমরা। কেমিকেল যুক্ত প্রসাধনী ত্বকের ক্ষতিই করে থাকে। আর তাই, যদি ফল দিয়ে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে পারেন, সেটা থেকেই মিলবে সবচেয়ে বেশি উপকারিতা।তাহলে আসুন জেনে নেই কিভাবে সহজ উপায়ে কমলালেবু দিয়ে ত্বকের যত্ন নিবেন।

ত্বকের যত্নে কমলালেবু

পদ্ধতিঃ১
১।কমলালেবুর খোসা ভালমত বেটে নিন।
২।এর সাথে পরিমাণমতো ভেসন ও গোলাপজল ভালো করে মিশিয়ে নিন।মিশ্রণ টি ঘন হতে হবে।
৩।পুরা মুখ ও গলা তে এই মিশ্রণটি লাগান। শুকালে হাল্কা করে সার্কুলার মুভমেন্টে ঘসে নিন।এরপর নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন ।
পদ্ধতিঃ২
১।কমলালেবুর খোসা শুকিয়ে নিন। এরপর শুকনো খোসাগুলো গুড়ো করে নিন।
২।এর সাথে সমপরিমান গোলাপজল ও গ্লিসারিন মিক্স করে পেস্ট তৈরি করুন।মুখে লাগান।শুকালে ধুয়ে নিন।
এই প্যাকটি সপ্তাহে তিন বা চার দিন ব্যবহার করুন ।
ত্বকে জমে থাকে সব ময়লা ,ধুলাবালি দূর করে ত্বককে উজ্জ্বল, মসৃণ ও কোমল করতে এই প্যাক দুটি খুব উপকারি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.