Header Ads

ad728

ঘরে বসে পেডিকিউর ও মেনিকিউর

সুন্দর হাত পা কে না চা? ধুলাবালিতে আমাদের হাত পা অনেক রুক্ষ হয়ে যায়। ত্বকের এই রুক্ষতা দূর করতে হলে আমাদের নিজেদেরই হাত ও পায়ের যত্ন নিতে হবে।আসুন জেনে নিই কিভাবে ঘরে বসে পেডিকিউর ও মেনিকিউর করা যায়-

# যে সকল উপকরণ লাগবে-
গরম পানি,
শ্যাম্পু,
নেইল কাটার,
ঝামা,
ব্রাশ,
তোয়ালে,
বড় বোল,
গোলাপজল


ঘরে বসে পেডিকিউর ও মেনিকিউর





# যেভাবে করবেন-
১। প্রথমে বোলে কুসুম গরম পানি ঢালুন।
২। পানির মধ্যে এক প্যাকেট মিনিপ্যাক শ্যাম্পু ঢেলে পানি গুলিয়ে নিন।
৩। এখন পানির মধ্যে কয়েক ফোটা গোলাপজল দিন।
৪। হাত ও পা তৈরি করা পানিতে ডুবান।
৫। ব্রাশ দিয়ে হাত ও পায়ের নখের আশেপাশে ঘষুন।
৬। পায়ের গোড়ালী ঝামা দিয়ে ঘষুন।
৭। নেইল কাটারের ভিতরের ছুরি দিয়ে হাত, পায়ের নখের বাড়তি অংশ (চামড়া) কেটে ফেলুন।
৮। ভালো করে হাত পা ঘষে ঘষে পরিষ্কার করুন।
৯। এখন পানির ভেতর থেকে হাত ও পা বের করে নিন।
১০। তোয়ালে দিয়ে ভালো করে হাত ও পা মুছে নিন।
১১। সবশেষে হাত ও পায়ে ভালো মশ্চায়রাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন।
এভাবেই অল্প সময়ে হাত ও পা কে সুন্দর ও আকর্ষনীয় করে তুলতে ঘরে বসে নিজেই করুন নিজের পেডিকিউর মেনিকিউর

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.