Header Ads

ad728

ইউটিউবে নবাব-এর ‘ষোল আনা’ ঝড় (ভিডিও)

‘নবাব’ ছবির টিজারেই বাজিমাত করেছেন ঢালিউডের কিং শাকিব খান। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউব চ্যানেল মিলিয়ে ৬দিনে দেখা হয়েছে ১৬ লাখের বেশিবার। আর ছবিটির ট্রেলার ৬ দিনে দেখা হয়েছে ১৩ লাখেরও বেশিবার। যা শাকিব ভক্তদের জন্য নতুন চমক বলা যায়। তবে ছবির প্রথম গান দিয়ে দর্শকদের আরও চমকে দিলেন ঢাকার কিং। গত বুধবার রাতে ইউটিউবে প্রকাশিত হয় তার অভিনীত নতুন ছবি ‘নবাব’-এর প্রথম গান ‘ষোল আনা’। পৌনে চারমিনিটের ‘ষোল আনা’ শিরোনামের গানটি নাচে-গানে ধামাকা হিসেবে দেখা গেল। গানটিতে টিশার্ট, লেদার জ্যাকেট ও জিন্স আউটফিটে দেখা গেছে শাকিবকে। নবাবি গোঁফ, দাড়ি, সানগ্লাস ও লকেট মিলিয়ে একদম নতুন সাজে সেজেছেন নায়ক। অন্যদিকে গ্ল্যামারাস পোশাকে তার সঙ্গে দারুণ মিলেছেন শুভশ্রী। প্রকাশের দুই দিন না পেরোতেই গানটির ভিউয়ার ছাড়িয়েছে ৭ লাখ। বলা যায়, রীতিমতো ইউটিউব কাঁপাচ্ছে শাকিব-শুভশ্রীর ‘ষোল আনা’। জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের ব্যানারে এ সিনেমাটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি এবং আব্দুল আজিজ। আসন্ন ঈদুল ফিতরে ‘নবাব’ বাংলাদেশে মুক্তি পাবে। ভারতে মুক্তি পাবে জুলাইয়ে। যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিব খান ও শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন- অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী , খরাজ মুখার্জি, কমল প্রমূখ। সিনেমার সংগীত পরিচালনা করেছেন স্যাভি এবং আকাশ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.