Header Ads

ad728

আক্কেল দাঁতের যন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য নিতে পারেন এই ঘরোয়া পদ্ধতিগুলির!



জীবনে কোনও না কোনও সময় আক্কেল দাঁতের খপ্পরে পরেননি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই কম-বেশি সকলেই জানেন "উইজডাম টিথ"এর যন্ত্রণা কাকে বলে! আর একবার যদি এই যন্ত্রণা শুরু হয়, তখন শুদু দাঁত নয়, সারা মুখ মন্ডল, কপাল, এমনকী চোখও যন্ত্রণা করতে শুরু করে। তখন মনে হয় কেউ যেন হাতুড়ি দিয়ে দাঁতের উপর পেটাচ্ছে। তাই না! এক্ষেত্রে বেশিরভাগই পেন কিলার খেয়ে কষ্ট লাঘব করার চেষ্টা করেন। আর কিছু দুরুদুরু বুকে মাড়ি কেটে দাঁত বার করে নেন। কিন্তু আমি যদি বলি এবার থেকে এমন যন্ত্রণা শুরু হলে এখন থেকে আর এইসব কিছুই করতে হবে না, তাহলে কী বলবেন! যন্ত্রণা কমাবে কীভাবে তাহেল? খুব সহজ! একবার এই প্রবন্ধটি পড়ে নিন, তাহলেই দেখবেন সমস্যার সমাধান মিলে গেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.